Site icon Jamuna Television

সুইডেনকে বিভ্রান্ত করতে দক্ষিণ কোরিয়ার অভিনব কৌশল

মঙ্গোলয়েড চেহারার সবাইকে দেখতে একই রকম লাগে। অন্তত পশ্চিমাদের কাছে তো বটেই। প্রথম দেখায় কাউকে আলাদা করে মনে রাখা প্রায় অসম্ভব। এটাকে নিজেদের পক্ষে কাজে লাগাতে কৌশলী হয়েছেন দক্ষিণ কোরিয়ার ফুটবল দলের কোচ শিন থে ইয়ং।

দক্ষিণ কোরিয়ার কোন খেলোয়াড়কে নিয়ে সুইডেন শিবির যাতে কোন গবেষণা করতে না পারে সেই জন্য প্রস্তুতি ম্যাচ ও অনুশীলনের সময় জার্সি অদল বদল করে পড়েছে খেলোয়াড়রা। কোচ ইয়ং মনে করেন, এতে সুইডেনের প্রস্তুতিতে কিছুটা হলেও ছেদ টানা সম্ভব হয়েছে। কোন খেলোয়াড়ের দুর্বলতা কীসে, কে কীভাবে খেলে, সে সম্পর্কে তেমন কোন ধারণাই পাচ্ছে না প্রতিপক্ষ।

শিন থে ইয়ং মনে করেন, কিছুটা তারকা খ্যাতি থাকার কারণে সোন হিউং মিন আর কি সাং ইউয়েংকে হয়তো অনেকেই চিনবেন। কিন্তু বাকিদের কে কারা বলা খুব মুশকিল হবে।

বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যায় নিঝনি নভগরদে সুইডেনের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। এফ গ্রুপে আগের ম্যাচে মেক্সিকো বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে। তাই সুইডেন দক্ষিন কোরিয়া দুদলের জন্য ম্যাচটি একরকম বাঁচা মরার লড়াই।

 

Exit mobile version