Site icon Jamuna Television

রোহিঙ্গা ইস্যুতে আশপাশের অনেক দেশ ভবিষ্যতে ভুগবে; তিন রাষ্ট্রদূতের শঙ্কা প্রকাশ

রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের নিজেদের তৈরি করা সমস্যা। যার জন্য এখন ভুগছে বাংলাদেশ। আগামীতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সবগুলো দেশকেই ভুগতে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত তিন দেশের রাষ্ট্রদূত।

মিয়ানমারে রাখাইনদের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এ নিয়ে শঙ্কার কথা জানান তারা।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে এরইমধ্যে মিয়ানমারে অর্থায়ন কমিয়ে আনছে যুক্তরাজ্য। তার সঙ্গে সংহতি প্রকাশ করেন মালোয়েশিয়ার হাইকমিশনার হাযনা হাশিম।

সম্প্রতি বাংলাদেশের সীমান্তে আরাকান আর্মির মর্টারশেল নিক্ষেপের বিষয়টি নজরে আনেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বলেন, বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশগুলো এ ইস্যুতে এখনই শক্ত অবস্থানে না গেলে ভুগতে হবে সবাইকে।
সেন্টার ফর ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্স আয়োজিত সেমিনারে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের নিরাপত্তা সংকটের কথা তুলে ধরেন নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

/এমএন

Exit mobile version