Site icon Jamuna Television

১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া

আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিন্সটার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। বাকিংহাম প্যালেস এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

অন্ত্যেষ্টিক্রিয়ার আগে শেষ শ্রদ্ধা জানাতে রানির কফিন ওয়েস্টমিন্সটার হলের একটি উঁচু প্ল্যাটফর্মে ৪ দিন বিশ্রামে রাখা হবে। ওয়েস্টমিনস্টার অ্যাবের প্রাচীনতম অংশ ওয়েস্টমিনস্টার হল। হলের মাঝখানে উঁচু প্লাটফর্মের অবস্থান। ওই সময় সার্বভৌম দেহরক্ষী, পদাতিক রক্ষী ও অশ্বারোহী সেনা ইউনিট ২৪ ঘণ্টা সেখানে পাহারা দেবে।

এর আগে রাজপরিবারের সদস্যদের মধ্যে সর্বশেষ ২০০২ সালে রানির মায়ের মৃতদেহ সেখানে রাখা হয়েছিল। তখন দুই লাখের বেশি মানুষ তার কফিনে শ্রদ্ধা জানিয়েছিলেন।

গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান ‍রানি দ্বিতীয় এলিজাবেথ। পরদিন শুক্রবার থেকে সাত দিনের রাজকীয় শোক ঘোষণা করেন রাজা তৃতীয় চার্লস।

/এমএন

Exit mobile version