ঋণ পরিশোধের পরও বকেয়া প্রদানের নোটিশ পেয়ে বিপাকে পড়েছেন পঞ্চগড়ের বেসরকারি সংস্থা ‘স্বনির্ভর বাংলাদেশ’ এর তিন শতাধিক গ্রাহক। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় এসব গ্রাহকদের ঋণ দেয়া হয়েছিল। ভুক্তভোগীরা বলছেন, মাঠ কর্মীরা কিস্তি আদায় করলেও সেই টাকা লেজার বুকে জমা হয়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, ক্রেডিট সুপারভাইজার লায়ন হোসেন ও উম্মে কুলছুম পুনরায় ঋণ দেয়ার কথা বলে পাশ বই আটকে রেখেছেন। এদিকে ৩২৯ জন গ্রাহকের ৭৬ লাখ টাকা বকেয়া পরিশোধের নোটিশ পাঠিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ধাক্কামারা শাখা। ভুক্তভোগীদের দাবি, লেখাপড়া তেমন না জানার সুযোগে পাশ বই নিয়ে কারসাজি করা হয়েছে।
তবে এই অভিযোগ মানতে নারাজ স্বনির্ভর বাংলাদেশের মাঠ কর্মীরা। সুদ মওকুফের জন্যই গ্রাহকরা কৌশলী অবস্থান নিয়েছে দাবি করে মাঠকর্মী লায়ন হোসেন বলেন, সুদে আসলে টাকার পরিমাণ বেশি হয়ে যাওয়ার করণে তারা কীভাবে এড়িয়ে যাওয়া যায় সেই চিন্তা করে এই অভিযোগ আনছে। আমাদের প্রোগ্রাম বর্তমানে বন্ধ আছে।
অন্যদিকে, ব্যাংক কর্মকর্তারা বলছেন, কিছু গ্রাহক অভিযোগ করলেও ঋণ পরিশোধের কোনো প্রমাণ দেখাতে পারছে না। এ নিয়ে রাকাব ব্যাংকের ম্যানেজার মাহাবুব আলম বলেন, কিছু ঋণ গ্রহীতার অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় বরাবর একটি দরখাস্ত করেছে। এ বিষয়টি আমাদের জানানো হলে আমরা তদন্ত শুরু করি। এই তদন্ত এখনো চলমান আছে। তদন্তে যদি দেখা, যায় তারা আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাহলে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিন সদস্যের তদন্ত দল খুব শিগগিরি প্রতিবেদন পেশ করবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
এসজেড/
Leave a reply