রংপুরে আওয়ামী লীগের বর্ধিত সভায় দু’পক্ষের হাতাহাতি

|

রংপুরে আওয়ামী লীগের বর্ধিত সভায় দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যানের অনুসারী এবং সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়নে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ওই দিন রাত আটটার দিকে সম্মেলনের এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যানের বক্তব্য ঘিরে উত্তেজনা তৈরি হয়। এ সময় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply