Site icon Jamuna Television

নাটোরের আব্দুলপুর জংশনে লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভানো হলেও যাত্রীসহ আটকা পড়ে আছে ট্রেনটি।

স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে প্রবেশ করে। পরে ইঞ্জিন ঘুরিয়ে রাজশাহীমুখি করার সময় হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। পরে রেলকর্মীরা ট্রেনে থাকা গ্যাসের সাহায্যে ধোঁয়া নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার আশঙ্কায় ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন না যাওয়া পর্যন্ত ট্রেনটি আব্দুলপুর স্টেশনে রাখা হয়েছে।

তবে স্টেশন মাস্টার জানান, ইতোমধ্যে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে। এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

এটিএম/

Exit mobile version