Site icon Jamuna Television

আগুন নিয়ন্ত্রণে, বিকল্প ইঞ্জিনে ছেড়ে গেলো উত্তরা এক্সপ্রেস

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। পরে আগুন নিভিয়ে ২ ঘণ্টা ৪০ মিনিট পর বিকল্প ইঞ্জিন নিয়ে গন্তব্যের উদ্দশে রওনা হয়েছে ট্রেনটি।

স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে প্রবেশ করে। পরে ইঞ্জিন ঘুরিয়ে রাজশাহীমুখী করার সময় হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। রেলকর্মীদের তৎপরতায় অল্প সময়েই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ট্রেনের আগুন নিভলে নাটোর স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন যুক্ত করে ১২ টা ৪০ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

/এডব্লিউ

Exit mobile version