Site icon Jamuna Television

কাশিমপুর কারাগারে একদিনে আরও এক বন্দির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ আফাজ উদ্দিন (২০) নামের এক বন্দির মৃত্যু হয়েছে। এর আগে গতকাল রাত ১০টার দিকে এই কারাগারে সানাউল্লাহ নামে আরও এক বন্দির মৃত্যু হয়েছে।

রাতে বন্দী আফাজ উদ্দিন হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আফাজ উদ্দিন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের হোসেন আলীর ছেলে। কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার নূরুন্নবী ভূইয়া জানান, শ্রীপুর ও ভালুকা থানায় একাধিক মাদক মামলার আসামি আফাজ উদ্দিন গত ২৬ আগস্ট কাশিমপুর কারাগারে আসেন।

এর আগে গতকাল খিলক্ষেত থানায় মাদক মামলার আসামি বন্দি সানাউল্লাহর মৃত্যু হয়। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

/এডব্লিউ

Exit mobile version