Site icon Jamuna Television

চীনের উভচর বিমানের সফল উড্ডয়ন, জল ও স্থলে অবতরণে সক্ষম

সফলভাবে উড়লো চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত উভচর বিমান ‘এজি সিক্স জিরো জিরো এম- কুনলং’। শনিবার (১০ সেপ্টেম্বর) গুয়াংডং প্রদেশে এ পরীক্ষা চালায় দেশটির উড়োযান পরিবহন সংস্থা। খবর সিসিটিভি প্লাসের।

এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সকাল ৯টা ৩৬ মিনিটে ওড়ে বিমানটি। ২২ মিনিট আকাশে থাকার পর নিরাপদে অবতরণ করে।

কর্তৃপক্ষ জানায়, মূলত দাবানল নেভাতে ব্যবহৃত হবে বিশেষ বিমানগুলো। রয়েছে পানি বহন এবং নিক্ষেপের অত্যাধুনিক প্রযুক্তি। চলতি বছর আরও দুটি পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হয়েছে।

উৎপাদকদের প্রত্যাশা, আগামী বছর সরাসরি অভিযানে নামানো যাবে ৪টি উড়োযান। বিমানটি একইসাথে জলে স্থলে উড্ডয়ন-অবতরণে সক্ষম। এটি চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত দ্বিতীয় উভচর বিমান।

এটিএম/

Exit mobile version