Site icon Jamuna Television

পাকিস্তানের বিপক্ষে ফাইনালের আগে শ্রীলঙ্কা দলের উদ্দেশে সাঙ্গাকারার আবেগঘন বার্তা

ভিডিও বার্তায় কুমার সাঙ্গাকারা। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কা দলের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন দলটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কা ক্রিকেটের ফেসবুক পেইজ থেকে দেয়া এক ভিডিওতে এ বার্তা দেন সাঙ্গাকারা।

অর্থনৈতিক সংকটের মধ্যে হাবুডুবু খাচ্ছে শ্রীলঙ্কা। এর মধ্যে এশিয়া কাপে দলটির ভালো পারফরমেন্সে মুগ্ধ দেশটির এই সাবেক ক্রিকেটার। সাঙ্গাকারার মতে, দলের প্রত্যেকটি ক্রিকেটার মারাত্মকভাবে ভালো খেলেছে। সেইসাথে তিনি জানান, দেশটির এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের উদ্দেশে এমন বার্তা দেয়াটা তার জন্য আনন্দের ও গর্বের।

এশিয়া কাপের ফাইনালে আজ রোববার (১১ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের এ লড়াই। ম্যাচে জয় পেলেই এশিয়া কাপে ষষ্ঠবারের জন্য শিরোপা উৎসব করবে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালের আম্পায়ার মুকুলকে নিয়ে যা বললেন মুশফিক

জেডআই/

Exit mobile version