Site icon Jamuna Television

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মশান এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত রইচ উদ্দিন রনক স্থানীয় মশান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তার বাড়ি পার্শ্ববর্তী বলিদাপাড়া গ্রামে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মশান বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, বাড়ি থেকে মোটরসাইকেলে মিরপুরের দিকে যাচ্ছিলেন রনক। মশান বাজারে একটি ভ্যানকে পাশ কাটিয়ে যেতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রনকের। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এটিএম/

Exit mobile version