Site icon Jamuna Television

নিজ ঘরে ঝুলন্ত লাশ, এবার দাখিল পরীক্ষা দেয়ার কথা ছিল সোহানের

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর স্কুলপাড়া গ্রামের এক দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ সোহানের (১৯) নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার এসআই সত্যপ্রদ জানান, রোববার (১১ সেপ্টেম্বর) সকালে সোহানের ঘরে তার গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

প্রসঙ্গত, পার্শ্ববর্তী মুলাডুলি দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষা দেয়ার কথা ছিল সোহানের। একই সাথে সে ২৭ পাড়ার কোরআনে হাফেজ বলে জানায় তার মা। সোহান স্থানীয় একটি ওষুধের দোকানে কাজ করার পাশাপাশি পড়াশোনা করতো। তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা জানতে তদন্ত করছে পুলিশ।

/এডব্লিউ

Exit mobile version