Site icon Jamuna Television

উখিয়ায় ইটবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারালো ২ রোহিঙ্গা কিশোরী

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার ট্রাক চাপা পড়ে দুই রোহিঙ্গা কিশোরী নিহত হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উখিয়ার জামতলীর ১৫ নম্বর ক্যাম্পের ব্লক ৯’র সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ক্যাম্প ১৫’র জি/২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে কানতা (১৪) ও একই এলাকার আবদু সালামের মেয়ে নুর কলিমা (১২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, ১০ হাজার ইট বহনকারী একটি ট্রাক সড়ক দিয়ে যাওয়ার সময় পাশের ড্রেনে পড়ে যায়। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে কানতা ও নুর কলিমা। পরে খবর পেয়ে এপিবিএন সদস্যরা ফায়ার ব্রিগেডের সহায়তায় ট্রাকের নিচ থেকে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তিনি বলেন, ট্রাকটির চালককে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এটিএম/

Exit mobile version