Site icon Jamuna Television

মার্কিন হেলিকপ্টার উড়ানোর চেষ্টা তালেবানের; বিধ্বস্ত হয়ে নিহত ৩

যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অত্যাধুনিক একটি হেলিকপ্টার উড়ানোর চেষ্টাকালে সেটি বিধ্বস্ত হয়ে আফগানিস্তানে ৩ জন নিহত হয়েছেন। প্রশিক্ষণের জন্য হেলিকপ্টারটি উড়ানোরচেষ্টা করে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। খবর রয়টার্সের।

গেলো বছর আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার সময় বহু সামরিক সরঞ্জাম ফেলে রেখে গিয়েছিল যুক্তরাষ্ট্র। সেসবের একটি উড়াতে গিয়েই এই ঘটনা ঘটে।

সশস্ত্র গোষ্ঠী তালেবান এক বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখলে নিয়েছিল। সে সময় মানুষের পাশাপাশি কাবুল ছেড়েছিল অন্যান্য দেশের প্রতিনিধিরাও। সেনা প্রত্যাহার করেছিল যুক্তরাষ্ট্র।

তালেবানের বেঁধে দেয়া সময়ের মধ্যে সেনা প্রত্যাহার করা সম্ভব হলেও বহু অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে যেতে পারেনি মার্কিন বাহিনী ও সামরিক জোট ন্যাটো। ফলে দেশটিতে ফেলে রেখে যাওয়া হয়েছিল হাজার হাজার বন্দুক, সাঁজোয়া যান থেকে শুরু করে যুদ্ধবিমান ও হেলিকপ্টার।

গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) মার্কিন বাহিনীর ফেলে রাখা একটি হেলিকপ্টার উড়াতে গিয়েই এ দুর্ঘটনার মুখে পড়ে তালেবান। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

/এমএন

Exit mobile version