Site icon Jamuna Television

নির্বাচনে সংবাদ সংগ্রহে বাধা দিলে ৩ বছর জেল চায় ইসি

নির্বাচন কমিশন। ফাইল ছবি।

নির্বাচনে সংবাদ সংগ্রহে বাধা বা হেনস্থা করা হলে সর্বোচ্চ তিন বছর জেল ও জরিমানার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। আরপিও সংশোধনের প্রস্তাবে নতুন এই ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

এ অপরাধে সর্বনিম্ন এক বছর শাস্তির প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। বললেন, নির্বাচনে অনিয়ম বন্ধে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে নির্বাচন কমিশন মনে করে। সেজন্য সাংবাদিকদের সুরক্ষায় আরপিও-তে নতুন ৮৪ সি ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে নানামুখী ব্যবস্থা নেয়া হয়েছে বলে এ সময় উল্লেখ করেন আহসান হাবিব খান।

এ নির্বাচন কমিশনার বলেন, দায়িত্ব নেয়ার পর থেকেই সব দলের আস্থা অর্জনে কাজ করছে কমিশন। নিজেদের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট বলেও জানান।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে চায় নির্বাচন কমিশন। বাজেট সংকুলান না হলে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে বলে জানান এ কমিশনার।

/এমএন

Exit mobile version