Site icon Jamuna Television

জীবনীর কভার প্রকাশ করে আকরাম বললেন, ‘এবার সত্যটা জানতে পারবে’

ছবি: সংগৃহীত

ক্রিকেট জীবনের গল্প নিয়ে বই প্রকাশ করছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। সুলতান অব সুইং খ্যাত আকরামের বইটির নাম ‘সুলতান ওয়াসিম আকরাম’।

খেলোয়াড়ি জীবনে একাধিকবার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের মুখোমুখি হতে হয়েছে ওয়াসিম আকরামকে। সেই অভিযোগগুলো সব সময় উড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু এবার সেই ম্যাচ ফিক্সিং বিষয়ে মুখ খোলার আভাস দিয়ে বই প্রকাশের জানান দিলেন ৫৬ বছর বয়সি এই সাবেক পেসার নিজেই।

নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি জানান, মানুষ এবার সত্যটা জানতে পারবে। এক সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে বইটি। প্রথমে ইংরেজি ভাষায় প্রকাশিত হলেও পরবর্তীতে উর্দু ও অন্য ভাষায় রুপান্তর করেও প্রকাশ করা হবে বইটি।

অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেট লেখক গিডন হেইকে সাথে নিয়ে বইটি লিখেছেন আকরাম। অস্ট্রেলিয়ান এই লেখক মিস্ট্রি স্পিনার, দ্য ক্রিকেট ওয়ার, স্ট্রোক অব জিনিয়াস, অন ওয়ার্ন, শ্যাডোজ অন দ্য পিচের মতো ক্রিকেটবিষয়ক বইও লিখেছেন।

জেডআই/

Exit mobile version