Site icon Jamuna Television

নির্বাচন ঘিরে দেশে বড় ধরনের সংঘাত-সহিংসতা হতে পারে: জি এম কাদের

ফাইল ছবি।

নির্বাচন ঘিরে দেশে বড় ধরনের সংঘাত-সহিংসতা হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বলেন, জাতীয় নির্বাচনকে বড় দুই দল বাঁচা-মরার লড়াই হিসেবে দেখছে, তাই জটিল হয়েছে রাজনৈতিক পরিস্থিতি।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে দলটির কার্যালয়ে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে জি এম কাদের বলেন, দুর্নীতির কারণে সরকারি কোনো পদক্ষেপের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। মেগা প্রকল্প না করে গণমুখী পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন তিনি।

জি এম কাদের দাবি করেন, দল আর রাষ্ট্র একাকার করে ফেলেছে ক্ষমতাসীনরা। সরকারি বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, নির্বাচনে কারচুপি করতেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। নিজেদের ওপর আস্থা নেই বলেই সরকার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। ইভিএমের বদলে ব্যালটে ভোট নিতে ইসির প্রতি এ সময় আহ্বান জানান জাপা চেয়ারম্যান।

/এমএন

Exit mobile version