Site icon Jamuna Television

ছাত্রদলের ৩০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন (তালিকাসহ)

জাতীয়তাবাদী ছাত্রদলের ৩০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। রোববার (১১ সেপ্টেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত ১৭ এপ্রিল কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জু্য়েলকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় বিএনপি।

নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি ২১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৮২ জন ও সহ সাধারণ সম্পাদক ৬২ জন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল, সিনিয়র সহ-সভাপতি ইজাজুল কবির রুয়েল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানসহ ৩৩ সদস্যের কমিটিও অনুমোদন দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
ইউএইচ/

Exit mobile version