Site icon Jamuna Television

চার্লসকে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার রাজা ঘোষণা

ছবি: সংগৃহীত

চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। রোববার (১১ সেপ্টেম্বর) দেশ দুটির রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। খবর রয়টার্সের।

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে পার্লামেন্টে চার্লসকে রাজা হিসেবে ঘোষণা দিতে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। তাতে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন বলেন, রানির ছেলে মহামান্য রাজা তৃতীয় চার্লসকে আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করা হলো।

অন্যদিকে, অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজত্বের প্রতিনিধি গভর্নর জেনারেল ডেভিড হার্লি ক্যানবেরাতে পার্লামেন্ট হাউজে চার্লসকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন। ২১টি গান স্যালুটের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়।

ব্রিটিশ রাজা ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান। যদিও এই দায়িত্ব মূলত আনুষ্ঠানিক।

এর আগে গতকাল শনিবার কানাডাও তাকে নতুন রাজা হিসেবে ঘোষণা দেয়।

/এমএন

Exit mobile version