Site icon Jamuna Television

পাওয়ার প্লেতে টপ অর্ডার হারালো শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে টস জিতে বোলিং নিয়ে প্রত্যাশিত সূচনা পেয়েছে পাকিস্তান। পাওয়ার প্লে’র মধ্যে লঙ্কানদের রানের গতি রয়েছে পেসারদের নিয়ন্ত্রণে। আর দুই ইনফর্ম ওপেনারের পর দানুশকা গুনাতিলাকার উইকেটও হারিয়েছে দাসুন শানাকার দল। ৬ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪২ রান।

নাসিম শাহর করা প্রথম ওভারেই দুর্দান্ত এক ইনসুইঙ্গারে উপড়ে গেছে কুশল মেন্ডিসের স্ট্যাম্প। পুরো ওভার জুড়েই এই পেসারের ইনসুইঙ্গারে নাকাল হয়েছে লঙ্কান টপ অর্ডার। অপর ওপেনার পাথুম নিশাঙ্কাও পারেননি আগের ম্যাচের ফর্ম এই ম্যাচে টেনে আনতে। ১১ বলে ৮ রান করে হারিস রউফকে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে বাবর আজমের তালুবন্দি হন তিনি। চারে নামা দানুশকা গুনাতিলাকাও পারেননি সুবিধা করতে। হারিস রউফের আগুনে গোলায় উপড়ে গেছে এই বামহাতির স্ট্যাম্প।

কেবল তিনে ব্যাট করতে নামা ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাটেই দেখা গেছে পাল্টা আক্রমণ। এই ব্যাটার পাওয়ার প্লেতেই তুলে নিয়েছেন ৪টি বাউন্ডারি। অন্যদিকে, হারিস রউফ তুলে নিয়েছেন ২টি উইকেট।

/এম ই

Exit mobile version