Site icon Jamuna Television

আমাদের ভুলগুলো দিয়েই লঙ্কানরা আমাদের শেষ করে দিয়েছে: রিজওয়ান

ছবি: সংগৃহীত

ক্রিকেটীয় বীরত্বে এশিয়ার নতুন রাজা এখন শ্রীলঙ্কা। ফাইনালের অনেক সময় পর্যন্তই ম্যাচে ভালোভাবেই টিকে ছিল পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে দাসুন শানাকার দল। আর ফাইনালে পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার মোহাম্মদ রিজওয়ান বলেছেন, আমাদের ভুলগুলো দিয়েই লঙ্কানরা আমাদের শেষ করে দিয়েছে।

ম্যাচ পরবর্তী আলাপচারিতায় পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলেন, আমি মনে করি, যারা টস নিয়ে ভাবে তারা চ্যাম্পিয়ন নয়। আজ শ্রীলঙ্কা সেটাই করেছে। তারা টস নিয়ে ভাবেনি। যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ১০ ওভারে ছিল ৫ উইকেট হারিয়ে ৬৭ রান। তারপর কী হয়েছিল? এমন প্রশ্নের জবাবে রিজওয়ান বলেন, আমরা অনেক ভুল করেছি। আমরা মানুষ। পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো খেলার পরও আমরা ফাইনালে বোলিংয়ের শেষদিকে গিয়ে খেই হারিয়ে ফেলি। আর টি-টোয়েন্টিতে যারা খেলার ধারা নিয়ন্ত্রণ করতে পারে, তারাই জয়ী হয়।

আরও পড়ুন: সব সমীকরণকে ভুল প্রমাণ করে এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

/এম ই

Exit mobile version