Site icon Jamuna Television

এমন পরিস্থিতিতে আগে কখনও পড়িনি: জোয়াকিম লো

রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। মেক্সিকোর বিপক্ষে মুহুর্মুহু আক্রমণেও সুবিধা করতে পারেনি ওজিলরা। ১-০ গোলে পরাজয় মেনে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এমন হার মোটেও ভালোভাবে নিতে পারছেন না জার্মান কোচ জোয়াকিম লো। বলছেন, ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচ হেরেছে দল।

এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়েননি উল্লেখ করে জোয়াকিম লো বলেন, এটা খুবই বাজে একটা ম্যাচ ছিল আমাদের জন্য। এরকম পরিস্থিতিতে আমরা কখনই পড়িনি। আমরা কখনই আমাদের প্রথম ম্যাচ হারিনি। ম্যাচে ফিরে আসার বেশ ভালো সুযোগ ছিলো আমাদের। পরের ম্যাচগুলোতে এই ভুলগুলো আর করা যাবে না।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version