Site icon Jamuna Television

ইউক্রেনের পূর্বাঞ্চলকে পুরোপুরি অন্ধকার করে দিয়েছে রাশিয়া

খারকিভের তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রোববারের (১১ সেপ্টেম্বর) ঐ আগ্রাসনের পর ইউক্রেনের পূর্বাঞ্চল এখন পুরোপুরি ব্ল্যাকআউট বা বিদ্যুৎহীন।

রয়টার্সের খবর অনুযায়ী, ঘটনার দিন গভীর রাতে দেয়া এক বিবৃতিতে এ কথা জানান প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। প্রেসিডেন্ট জানিয়েছেন, কেন্দ্রটির আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সেনাবহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শিগগিরই কেন্দ্রটি আবার চালু করা যাবে কিনা, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্টের অভিযোগ, ইউক্রেনীয় সেনাবাহিনীর অগ্রযাত্রা রুখে দিতেই এ অপকৌশল। এর ফলে ভোগান্তিতে পড়েছেন খারকিভ ও দোনেৎস্কের প্রায় ৯০ লাখ বাসিন্দা। শহরগুলোর প্রশাসন জানােচ্ছ, বিদ্যুৎ না থাকার কারণে দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকটও।

এদিকে মাত্র একদিন আগেই খারকিভ অঞ্চলের ৩ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলমুক্ত করার ঘোষণা দেয় ইউক্রেনের সরকার।

/এডব্লিউ

Exit mobile version