Site icon Jamuna Television

ব্রিটিশ রানির লেখা গোপন চিঠি, পড়া যাবে না ২০৮৫ সালের আগে

ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজ পরিবারের জীবনযাত্রা ঘিরে সাধারণ মানুষের কৌতূহল সবসময়ই বেশি। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর মানুষের সেই কৌতূহল আরও বেড়েছে। এরইমধ্যে তার সম্পর্কে বেরিয়ে আসছে নানা তথ্য।

মিররের এক প্রতিবেদনে বলা হয়, রানির লেখা এক গোপন চিঠির কথা সামনে এসেছে। সিডনি শহরের এক বিখ্যাত ভবনের এক গোপন কুঠুরিতে কাচের বাক্সে রাখা আছে সেই চিঠি। এই চিঠিটি রানি দ্বিতীয় এলিজাবেথের নিজের হাতে লেখা।

১৯৮৬ সালে এই চিঠিটি লিখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ওই চিঠিতে অস্ট্রেলিয়ার সিডনি শহরের মানুষের জন্য কোনো বার্তা দেয়া আছে।

সদ্য প্রয়াত এই ব্রিটিশ রানির ব্যক্তিগত কর্মীরাও জানেন না যে, রানি ওই চিঠিতে কী লিখেছেন এবং সিডনির নাগরিকরাও এখনই তা পড়তে পারবেন না। চিঠিটি ‘অস্ট্রেলিয়ার সিডনি শহরের মেয়র’ কে উদ্দেশ্য করে লেখা।

সিডনির কুইন ভিক্টোরিয়া ভবনে সযত্নে সংরক্ষণ করা আছে চিঠিটি। ১৯৮৬ সালের নভেম্বর মাসে রানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত ওই ভবনের কিছু কাজ হয়। সেই সময়েই চিঠিটি লিখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

কাচের বাক্সে রাখা রানির নিজের হাতে লেখা ওই চিঠিটি পড়ার ব্যাপারে যে নির্দেশ রানি দিয়েছেন, শুধু সেটাই দেখতে পান সাধারণ মানুষ। তাতে যা লেখা আছে , শুভেচ্ছা! ২০৮৫ সালের একটি দিন বেছে নিয়ে চিঠিটা দয়া করে খুলবেন। আর সিডনিবাসীকে আমার বার্তা পড়ে শোনাবেন।

/এনএএস

Exit mobile version