Site icon Jamuna Television

বৈশ্বিক শান্তি বিরাজে একসঙ্গে কাজ করার বিকল্প নেই: মার্কিন সেনা প্রধান

বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি বিরাজে একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর কমান্ডিং জেনারেল চার্লস ফ্লিন। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনারে তিনি এ কথা জানান।

চার্লস ফ্লিন বলেন, আঞ্চলিক সমঝোতার মাধ্যমে শান্তি ও নিরাপত্তা আনা সহজ হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করে জেনারেল ফ্লিন বলেন, বাংলাদেশের সেনারা বিশ্বশান্তি রক্ষায় অকুতোভয়। তাদের কাছ থেকে অনেক দেশের অনেক কিছু শেখার আছে।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি বিরাজে সবসময়ই আগ্রহী। সেনাবাহিনীর প্রতিটি সদস্য পূর্ণ সক্ষমতা নিয়ে সদা জাগ্রত।

সোমবার সকালে ঢাকায় শুরু হয় চার দিনের এই আন্তর্জাতিক সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। ২৪টি দেশের অংশগ্রহণে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে প্রতিনিধি দলের।

/এমএন

Exit mobile version