Site icon Jamuna Television

অন্যদের তুলনায় বেশি সুন্দরী হওয়ায় গ্রেফতার, দাবি আমেরিকান তরুণীর

বিমানবন্দরের একটি রেস্তোরাঁয় খাওয়ার পর বিল পরিশোধ না করে পালিয়ে যাওয়া এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ওই তরুণীর অভিযোগ, অন্যদের তুলনায় একটু বেশি সুন্দরী হওয়ায় তাকে হয়রানি করছে পুলিশ।

জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের হ্যারি রেইড ইন্টারন্যাশনাল বিমানবন্দরের চিলিস টেক্স-মেক্স নামের রেস্তোরাঁয় খাওয়ার পর বিল না দিয়ে পালিয়ে যান হেন্দ বুস্তামি (২৮) নামের ওই তরুণী।

এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষ লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণীকে নিরাপত্তা তল্লাশি চৌকির কাছে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। পরে লাস ভেগাস পুলিশ ওই তরুণীকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে। পুলিশ বলেছে, হেন্দ বুস্তামিকে গ্রেফতারের সময় নেশাগ্রস্ত মনে হয়েছে এবং কর্মকর্তাদের কাজে বাধা দিয়েছেন তিনি।

তবে বুস্তামির দাবি, পুলিশ কখনই তার মতো সুন্দরী কাউকে দেখেনি। যে কারণে তাকে হয়রানি করছে পুলিশ।

গ্রেফতারের সময় বুস্তামি সবার (কর্মকর্তাদের) শরীরে থুথু মারার হুমকি দিয়েছিলেন। ওই তরুণী বলেছেন, পুলিশ কমকর্তারা বিকৃতমনা ছিলেন এবং তারা তাকে ধর্ষণের চেষ্টা করেছেন। কারণ তার মতো সুন্দরী কাউকে দেখেনি পুলিশ।

/এনএএস

Exit mobile version