Site icon Jamuna Television

নড়াইলে বিলে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া বিল এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিলে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশে পচন ধরলেও শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ নিয়ে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে কে বা কারা অজ্ঞাতনামা এই ব্যক্তির লাশ বিলের মধ্যে ফেলে গেছে। এটি হত্যাকাণ্ড কিনা এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এসজেড/

Exit mobile version