Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দরে হাত-পা বাঁধা অটোরিকশা চালক ফেরদৌসের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলাগাছিয়া এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত চালক শুভকরদী এলাকার নজরুল ইসলামের ছেলে।

বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, সকালে রাস্তার পাশে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, অটোরিকশার চালক ছিনতাইকারীদের কবলে পড়ে। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি আরও জানান, হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এটিএম/

Exit mobile version