Site icon Jamuna Television

সৌদি আরবে আগুনে পুড়ে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে প্রবাসী দুই বাংলাদেশির। রিয়াদের চোলাই এলাকায়, স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ঘটে এ দুর্ঘটনা।

নিহতরা হলেন, মরহুম আবদুল মালেক ভেন্ডারের ছেলে কামরুল ইসলাম এবং ওয়াদুদ মিয়ার ছেলে ইয়াছিন। তাদের দু’জনের বাড়িই কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। সৌদি আরবে একটি ফোমের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন তারা।

জানা গেছে, কারখানার ওপর তলায় থাকতেন তারা।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভবনটিতে আগুন লাগলে মৃত্যু হয় তাদের। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে তথ্য সংগ্রহের কথা জানিয়েছেন রিয়াদের বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ফখরুল ইসলাম।

Exit mobile version