Site icon Jamuna Television

সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ; বার্সা ও ম্যানইউ যথাক্রমে দুই ও তিনে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিজনেস সাময়িকীর ফোর্বসের করা বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে দামি ক্লাবের তালিকায় সেরা দশে নেই কোনো ফুটবল ক্লাব। সবার ওপরে জায়গা পেয়েছে যুক্তরাষ্ট্রের এনএফএল দল ডালাস কাউবয়েজ। তবে ফুটবল ক্লাবগুলোর তালিকায় সবার উপরের নামটি রিয়াল মাদ্রিদের। তারপরেই এসেছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড।

ফুটবল ক্লাবগুলোর তালিকাতে গত বছরের তুলনায় পরিবর্তন এসেছে অনেক। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলে উপরে উঠেছে রিয়াল মাদ্রিদ। ৫.১ বিলিয়ন মার্কিন ডলার নেট ভ্যালু নিয়ে লস ব্লাঙ্কোসরা সামগ্রিক তালিকায় ১৩ নম্বরে থাকলেও ফুটবল ক্লাবগুলোর মধ্যে রয়েছে শীর্ষে। গত বছরের তুলনায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার নেট ভ্যালু বেড়েছে রিয়াল মাদ্রিদের।

ছবি: সংগৃহীত

দামি ফুটবল ক্লাবের তালিকায় বার্সার অবস্থান দ্বিতীয়, সব মিলিয়ে ১৫তম। গত বছরের চেয়ে কাতালান ক্লাবটিরও নেট ভ্যালু বেড়েছে; সব মিলিয়ে যা ৫ বিলিয়ন মার্কিন ডলার।

৪.৬ বিলিয়ন মার্কিন ডলার নেট ভ্যালু নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আছে ফুটবলের তালিকার ৩ নম্বরে, সামগ্রিক তালিকায় ১৯তম। ৪.৪৫ বিলিয়ন মার্কিন ডলার নেট ভ্যালু নিয়ে এর পরের অবস্থানেই রয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল।

এর পরের অবস্থানে আছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। খেলাধুলার সবচেয়ে দামি ক্লাবের তালিকায় সেরা ২০’র মধ্যে না থাকলেও ফুটবলের তালিকায় পরের তিনটি নাম হচ্ছে ম্যানচেস্টার সিটি, পিএসজি ও চেলসি।

/এম ই

Exit mobile version