Site icon Jamuna Television

পাকিস্তান হারতেই শ্রীলঙ্কার পতাকা হাতে মাঠে নেমে গম্ভীরের উল্লাস

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে লঙ্কানদের কাছে ২৩ রানে হেরেছে পাকিস্তান। শ্রীলঙ্কা জয়লাভ করার সাথে সাথেই মাঠে নেমে জয় উদযাপন করতে শুরু করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার, বর্তমান বিজেপির সংসদ সদস্য গৌতম গম্ভীর।

পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ যখন শেষ হয়, তখন লঙ্কান ক্রিকেটাররা মাঠে নেমে তাদের জয় উদযাপন করতে শুরু করেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দেখতে শ্রীলঙ্কার বহু ক্রিকেট সমর্থকই ভিড় করেছিলেন। তারাও স্ট্যান্ডে দাঁড়িয়ে সেই উদযাপনে সামিল হন। ইতোমধ্যে এই টুর্নামেন্টে কমেন্ট্রি করছিলেন গৌতম গম্ভীর। তিনি আচমকা মাঠে নেমে শ্রীলঙ্কার সমর্থকদের সামনে শ্রীলঙ্কার পতাকা নাড়তে শুরু করেন।

এই ভিডিওটি গৌতম গম্ভীর নিজেই টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, সুপারস্টার টিম, একেবারে যোগ্য দল হিসেবেই জয়লাভ করেছে।

ইউএইচ/

Exit mobile version