Site icon Jamuna Television

‘গ্রহের সেরা খেলোয়াড়দের একজন নেইমার’

ছবি: সংগৃহীত

দুর্দান্ত পারফরমেন্সে মৌসুম শুরু করা নেইমার জুনিয়রকে প্রশংসায় ভাসিয়েছেন পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ের। নেইমারকে গ্রহের সেরা খেলোয়াড়দের একজন বলে মন্তব্য করেন এই ফরাসি কোচ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই ব্রাজিলিয়ানকে নিয়ে এমন মন্তব্য করলেন তিনি।

ক্রিস্টোফ গালতিয়ের বলেন, আমি সব সময়ই নেইমারকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করে আসছি। এখন আমি তার প্রতিদিনের কাজকর্মের দিকে আরও সতর্ক দৃষ্টি রাখি। ট্রেনিং সেশনের সময়, তার আগে এবং পরেও বিশেষ লক্ষ্য রাখি। নিজের পারফরমেন্সের দিকে তার খেয়াল থাকে। সেই সাথে মনোযোগী সে দলের দিকেও। দারুণ পেশাদার এক খেলোয়াড় সে। প্রতিদিন আনন্দ নিয়েই তাকে আবিষ্কার করি আমি।

পিএসজির হয়ে নতুন মৌসুমটা দারুণভাবে শুরু হয়েছে নেইমারের। ৯ ম্যাচে ১০ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৭টি। চ্যাম্পিয়নস লিগের খেলায় বুধবার (১৪ সেপ্টেম্বর) ম্যাকাব্বি হাইফার বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচেও নেইমার তার ধারাবাহিকতা ধরে রাখবেন বলে আশা ক্রিস্তোফ গালতিয়েরের।

/এম ই

Exit mobile version