Site icon Jamuna Television

গ্রেফতারের দাবির পর যা বললেন জুবিন নটিয়াল

জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল।


বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালকে গ্রেফতারের দাবি উঠেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং চলছে ‘অ্যারেস্ট জুবিন নটিয়াল’। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি কনসার্টকে ইস্যু করেই উঠেছে এ গায়ককে গ্রেফতারের দাবি। এদিকে জুবিন জানিয়েছেন, তিনি এ মাসে বিদেশে কোনো কনসার্টে যোগ দিচ্ছেন না।

জুবিনের আগামী ২৩ সেপ্টেম্বর টেক্সাসের হাউসটনের কনসার্টের একটি পোস্টার টুইটারে প্রকাশিত হয়েছে। পোস্টারে কনসার্টের আয়োজকের নাম লেখা রয়েছে জয় সিং। নেটিজেনদের দাবি জয় সিং নামের এ ব্যক্তি ভারতের একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল; যার আসল নাম রেহান সিদ্দিকী।

তার বিরুদ্ধে ভিডিও পাইরেসি থেকে শুরু করে মাদক চোরাচালান এবং সন্ত্রাসী সংগঠন আইএসআই-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগও আছে।

জানা গেছে, ৩০ বছর ধরে এ অপরাধীকে খুঁজছে পুলিশ। নেটিজেনদের প্রশ্ন- জুবিন কীভাবে একজন মোস্ট ওয়ান্টেড অপরাধীর সাথে কাজ করতে পারে। এজন্যই অবিলম্বে জুবিনকে গ্রেফতারের দাবিও তুলেছেন তারা।

এদিকে টুইটারে ওঠা অভিযোগ প্রসঙ্গে পরোক্ষে সাফাই দিয়ে গায়ক জুবিন নটিয়াল জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের কোনো কনসার্টে যোগ দিচ্ছেন না। সেপ্টেম্বর পুরো মাসজুরেই তিনি ব্যস্ত থাকবেন শ্যুটিংয়ে।

এদিকে, নাম না প্রকাশের শর্তে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ওই ট্যুরের এক আয়োজক জানিয়েছেন, জুূবিনের শো কিছুদিন আগেই বাতিল হয়েছে। 

/এসএইচ

Exit mobile version