Site icon Jamuna Television

অঞ্জন দত্তের বিরুদ্ধে মামলা, যা জানা গেলো

অঞ্জন দত্ত ও প্রযোজক রানা সরকার।

‘বেলা বোস’ ইস্যুতে এবার মামলায় জড়ালেন অঞ্জন দত্ত। তবে এবারের আইনি লড়াই বিখ্যাত গানটি নিয়ে নয়, ‘বেলা বোস’ সিনেমা নিয়ে।

জানা গেছে, কলকাতার নন্দিত গায়ক ও চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্ত ২০২১ সালে নিজের বিখ্যাত গান ‘বেলা বোস’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। সিনেমাটির প্রযোজক রানা সরকারের থেকে এজন্য অগ্রিম অর্থ নিয়ে চুক্তিবদ্ধও হন তিনি। কিন্তু এবার এই সিনেমা নিয়ে তৈরি হলো আইনি জটিলতা।

জানা গেছে, অঞ্জন দত্ত ও তার পুত্র নীল দত্তের বিরুদ্ধে মামলা করেছেন প্রযোজক রানা সরকার। ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছেন ৫৭ লাখ রুপি।

প্রযোজক রানার দাবি, তার সঙ্গে চুক্তি ভঙ্গ করে অঞ্জন দত্ত অন্য প্রযোজকের সঙ্গে সিনেমাটি করছেন। ফলে আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি। জানা গেছে, আইনি নোটিশ পাঠালেও ওই নোটিশের কোনো উত্তর দেননি অঞ্জন দত্ত।

এদিকে, প্রযোজকের আবেদনে ‘বেলা বোস’ নির্মাণের উপর স্থগিতাদেশ দিয়েছেন আলিপুর জেলা আদালত।

/এসএইচ

Exit mobile version