Site icon Jamuna Television

হঠাৎ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের শিকাগো

ছবি: সংগৃহীত

হঠাৎ বন্যার কবলে পড়লো যুক্তরাষ্ট্রের শিকাগো শহর। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা, কিছু রাস্তাঘাট এমনকি বাসিন্দাদের বাড়ির বেইজম্যান্ট। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রোববার শিকাগোর কিছু এলাকায় বন্যা সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া অফিস কর্তৃপক্ষ। গেল বছরগুলোতে বৃষ্টিতে আকস্মিক বন্যার পরিমাণ বেড়েছে। ঘণ্টায় দুই ইঞ্চি পরিমাণ পানি জমতে দেখা গেছে একটানা বৃষ্টি হলে। ফলে রাস্তাঘাট অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পানি নিষ্কাশন না হওয়া পর্যন্ত অবস্থার অবনতি বজায় থাকবে। বাসিন্দাদের বন্যাকবলিত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেন তারা।

ইউএইচ/

Exit mobile version