শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস বলেছেন, দেশের যত উন্নয়ন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু তার ভিত্তি রচনা করেছেন। আর এর পরিপূর্ণতা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নের একমাত্র কান্ডারি হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মতিঝিল থানা আওয়ামী লীগের ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় তাপস আরও বলেন, বিএনপি ছলে-বলে-কৌশলে ক্ষমতায় থেকে জনগণকে গুম, খুন, সন্ত্রাস আর যুদ্ধাপরাধীদের হাতে পতাকা উপহার দিয়েছে।
/এমএন
Leave a reply