Site icon Jamuna Television

প্রেমের টানে ভারতে গিয়ে ৩ বছর জেল খাটলেন নোয়াখালীর কবির

প্রেমের টানে ভারতে গিয়ে প্রেমিকার অভিযোগেই ৩ বছর জেল খাটলেন বাংলাদেশের এক যুবক। রোববার মুক্তি পেয়ে বেনাপোল হয়ে দেশে ফেরেন তিনি।

জানা যায়, ২০১৮ সালে মুর্শিদাবাদের এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নোয়াখালীর বাসিন্দা মোহাম্মদ কবিরের। সীমান্ত পেরিয়ে পাড়িও জমান ভারতে। কিন্তু দেখা করার কথা বলে তাকে পুলিশের হাতে তুলে দেন ওই নারী। শ্লীলতাহানি ও প্রতারণার মামলা করেন কবিরের বিরুদ্ধে।

আদালতের নির্দেশে তিন বছর যাবত মুর্শিদাবাদ কারাগারে ছিলেন কবির। বিষয়টি ভারতের আইনি পরিষেবা কর্তৃপক্ষের নজরে আসলে কবিরকে ন্যায় বিচার দিতে আইনজীবী নিয়োগ করেন তারা। আইনি লড়াইয়ে বেকসুর খালাস পান কবির।

আইনজীবীরা জানান, মূলত কবিরকে ব্যক্তিগত ছবি পাঠানোর জেরে এমন কাণ্ড ঘটান ওই যুবতী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দিতে পারে এমন আতঙ্ক থেকেই কৌশলে তাকে ভারতে ডেকে নেয় ওই তরুণী।

ইউএইচ/

Exit mobile version