সেমিতে ভারতের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

|

ছবি: সংগৃহীত

আবারও ভারতের কাছে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ২-১ গোলে হেরে বিদায় নিলো লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল আদায়ে ব্যর্থ হয় তারা। ফলে গোলশূন্য রেখেই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়িয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে ভারত। ৫১ মিনিটে গাঙতের শটে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। নয় মিনিট পর এই ফরোয়ার্ড আবারও গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালায় বাংলাদেশ। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মিরাজুল। তবে বাকি সময়ে আর গোলের দেখা না পাওয়ায় সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply