Site icon Jamuna Television

পাকিস্তানে সিন্ধু প্রদেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি

ছবি: সংগৃহীত

পাকিস্তানে সিন্ধু প্রদেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় তলিয়ে গেছে প্রদেশটির নতুন নতুন এলাকা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, বন্যায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দাদু জেলার। পানিতে ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর। অঞ্চলটিতে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। হাসপাতালেও পানি ঢুকে পড়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে কর্তৃপক্ষ। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানেও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির।

পাকিস্তানে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ। তলিয়েছে দেড় হাজারের বেশি বাড়িঘর। এই দুর্যোগে মৃত্যু হয়েছে ১৪শ’র বেশি মানুষের। প্রাথমিক হিসাবে ৩০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

গত শনিবার পাকিস্তানের দুর্গত এলাকা পরিদর্শনে যান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি এই দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তনকে জন্য দায়ী করেন।

ইউএইচ/

Exit mobile version