আগস্টের মাস সেরা ক্রিকেটার সিকান্দার রাজা

|

সিকান্দার রাজা। ছবি: সংগৃহীত

আইসিসির আগস্ট মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা। বাংলাদেশ ও ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সে তিনটি সেঞ্চুরি করেন এই ইনফর্ম অলরাউন্ডার। আগস্ট মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে সিকান্দার রাজার সাথে ছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও নিউজিল্যান্ডের স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সিকান্দার রাজার দারুণ ব্যাটিংয়ের ওপর ভর করে ২-১ ব্যবধানে জয়লাভ করে জিম্বাবুয়ে। জয়ী হওয়া দুই ম্যাচে সিকান্দার রাজার ব্যাট থেকে আসে অপরাজিত ১৩৫ ও অপরাজিত ১১৭ রানের দুইটি ঝলমলে ইনিংস। আর এই দুইটি সেঞ্চুরিই আসে বড় রান তাড়া করতে গিয়ে।

ছবি: সংগৃহীত

আগস্টের শেষদিকে ভারতের বিপক্ষে সিরিজেও সিকান্দার রাজা করেন চমৎকার এক সেঞ্চুরি। ব্যাট হাতে আলো ছড়ানোর পাশাপাশি সিকান্দার রাজা অফস্পিনে দখল করেন ৭ উইকেট। আইসিসির মাস সেরা ক্রিকেটার হয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে এই অলরাউন্ডার বলেন, আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। জিম্বাবুয়ের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জয়ও বিশেষ।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply