বলিউডে ব্যর্থ হয়েছেন যে দক্ষিণী সুপারস্টাররা

|

ছবি: সংগৃহীত

উপমহাদেশের সিনে বাজারে দাপট এখন দক্ষিণ ভারতের। সেখানকার সিনেমাগুলো যেমন বক্স অফিসে ঝড় তুলছে, তেমনি সমালোচক মহলেও পাচ্ছে ভূয়সী প্রশংসা। দক্ষিণী সিনেমার প্রথম সারির কয়েকজন তারকা বলিউডেও কাজ করেছেন। কিন্তু তামিল-তেলেগুতে যারা সুপারস্টার, যাদের সিনেমা মুক্তি পেলে রীতিমতো উৎসব হয়, তাদেরই হিন্দি সিনেমা পড়েছে মুখ থুবড়ে!

মশলাদার বাণিজ্যিক সিনেমা হোক কিংবা গল্পনির্ভর, বরাবরই ছক্কা হাঁকান তিনি। চলতি বছর ‘বিক্রম’ সিনেমায় মাত্র একটি দৃশ্যে অভিনয় করেই বাজিমাত করেছেন সুপারস্টার সুরিয়া। অথচ এই তারকাই হিন্দি সিনেমায় এসে দেখেছেন ফ্লপের মুখ! ২০১০ সালে রাম গোপাল ভার্মার ‘রক্তচরিত্র ২’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি এতোটাই ব্যর্থ হয়েছিল যে, পরবর্তীতে আর বলিউডমুখো হননি সুরিয়া।

‘বাহুবলী’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি পেয়েছেন তেলেগু সুপারস্টার প্রভাস। এরপর তার ডাক আসে বলিউডেও। ২০১৯ সালে মুক্তি পায় তার প্রথম হিন্দি সিনেমা ‘সাহো’। ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সফল ও জনপ্রিয় নায়িকা তৃষা। অক্ষয় কুমারের সঙ্গে তার প্রথম বলিউড সিনেমা ‘খাট্টা মিঠা’। বক্সঅফিসে চূড়ান্ত ফ্লপ হয় খাট্টামিঠা। তবে খিলাড়ির সাথে তার রসায়ন দর্শক খুবই পছন্দ করেছিল।

দক্ষিণের মিষ্টি নায়িকা কাজল আগরওয়াল। নিজেকে তামিল ও তেলেগু সিনেমায় প্রমাণ করার পর বলিউডে ‘সিংহাম’ ও ‘স্পেশাল ২৬’ এ কাজ করেন তিনি। কিন্তু এরপর তাকে আর হিন্দি সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। এদিকে বাবা কমল হাসানের মতো মেয়ে শ্রুতিও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ বড় নাম। কিন্তু বলিউডে তার নেই কোনো ব্লকবাস্টার সিনেমা।

২০১৩ সালে বলিউডে অভিষেক হয় তেলেগু সুপারস্টার রাম চরণের। ‘জাঞ্জির’ নামের সেই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে দক্ষিণ মাতানো রামের ম্যাজিক কাজ করেনি বলিউডে।

দক্ষিণ থেকে বলিউডে আসা তারকার তালিকায় নতুন নাম বিজয় দেবরাকোন্ডা। দক্ষিণে ‘গীত গোবিন্দম’, ‘অর্জুন রেড্ডি’র মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। বহুল আলোচিত ‘লাইগার’ দিয়ে হিন্দি অভিষেক হয়েছে কিছুদিন আগেই। কিন্তু বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে। ইতিহাসের অন্যতম ‘ডিজাস্টার’ সিনেমা বলা হচ্ছে লাইগারকে।

এতোকিছুর পরও সাম্প্রতিক সময়ে ভারতের সিনেমার বাজারে নিজেদের জনপ্রিয়তা অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন দক্ষিণের সুপারস্টাররা। ‘বাহুবলী’, ‘কেজিএফ’, ‘পুষ্পা’, ‘আরআরআর’-এর মত প্যান ইন্ডিয়ান সিনেমাগুলো দিয়ে দর্শকের কছে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আঞ্চলিকতার সীমানা ভেঙ্গে দিয়েছেন যশ, আল্লু আর্জুন, এনটিআর। তবে বলিউডে তাদের ভাগ্যের খাতা কবে খুলবে, তা বলে দেবে সময়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply