
মাহিয়া মাহির ফেসবুক পেজ থেকে নেয়া ছবি।
মা হতে চলেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে সুখবরটি জানিয়েছেন মাহি নিজেই।
সোমবার (১২ সেপ্টেম্বর) আপডেট করা ওই পোস্টে মাহি লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আমিতো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছিনা। প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারন আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ (দুই হাতে মুখ ঢাকার ৪টা ইমোজি)
মা হতে যাচ্ছি। সুখবরটি জেনেছি দুই মাস আগে। মা হব ৬-৭ মাস পরে। এ অনুভূতি বলে বোঝানো যাবে না। খবরটা পাওয়ার জন্য আমি সারাজীবন অপেক্ষা করেছি।’
প্রসঙ্গত, বর্তমানে সিনেমা হলে চলছে মাহির ‘লাইভ’ সিনেমা। গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঢাকাই ছবি জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।
/এসএইচ
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply