Site icon Jamuna Television

আশিকি-৩ এ নারী চরিত্রে কার্তিকের বিপরীতে গুলশান!

গুলশান দেভাইয়াকে এক বিশেষ নারী চরিত্রে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যেতে পারে আশিকি-৩ এ।

শীঘ্রই শুটিং শুরু হতে চলেছে ‘আশিকি’ সিনেমার সিক্যুয়েল ‘আশিকি ৩’ এর। সিনেমাটি পরিচালনা করবেন অনুরাগ বসু। এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন হালের ক্রেজ কার্তিক আরিয়ান। এদিকে, লাইমলাইটে থাকা আরেক বলিউড অভিনেতা গুলশান দেভাইয়াকেও বেশ চোখে পড়েছে নির্মাতাদের। আর সেজন্যই গুলশানকে একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে আরিয়ানের বিপরীতে অভিনয় করার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানা গেছে। খবর কইমইডটকমের।

সম্প্রতি এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে গুলশান বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব, যা এখনও রয়েছে। এটা সত্যিই দারুণ হবে। আমরা দুই ভাই মিলে ফাটিয়ে দেবো। দর্শকরা এমন চরিত্রে আমাদের দেখে অভ্যস্ত নন, সবাই চমকে যাবে।  

গুলশান আরও বলেন, আমি সমকামী পুরুষের চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করবো। কিন্তু এখানে আমাকে একটা নারী চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেয়া হয়েছে। একজন বিষমকামী পুরুষ হিসেবে এমন একটি চরিত্রে অভিনয় করা নিঃসন্দেহে কঠিন।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে গুলশান দেভাইয়ার ওয়েব সিরিজ ‘দুরাঙ্গা’। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে থ্রিলারধর্মী ‘শিক্ষা মণ্ডল’। এছাড়া তার হাতে রয়েছে আরো বেশ কয়েকটি কাজ। আর এবার নাম প্রায় জুড়েই গেছে আশিকি-৩ এর সাথে।

/এসএইচ   

Exit mobile version