Site icon Jamuna Television

টাঙ্গাইল শালবনে চিতাবাঘ!

টাঙ্গাইলের সখিপুর শালবনে একসময় বিচরণ ছিল চিতাবাঘ, হাতিসহ বিভিন্ন প্রাণির। সময়ের সাথে বন উজার হওয়ায় বানরছাড়া এখন অন্য বন্যপ্রাণির খুব একটা দেখা মেলে না।

সখিপুরের হতেয়া রেঞ্জে সম্প্রতি চিতাবাঘ দেখার দাবি করেন এক ব্যক্তি। তবে, সেটি আমলে নেয়নি কেউ। এরই মধ্যে গেলো শনিবার (১০ সেপ্টেম্বর) শাকিব হোসেন নামে স্থানীয় এক তরুণ, ১০ একর জায়গাজুড়ে গড়ে তোলা বেত বাগানে চিতা বাঘ দেখার দাবি করেন। তিনি জানান, সবাইকে বিশ্বাস করনোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে মোবাইলে বাঘটির ছবি তোলেন। যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বাঘ দেখার দাবিকারী শাকিব হোসেন জানান, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দূর থেকে দেখি একটি বাঘ রাস্তার মাঝে বসে আছে। পরে আমি ফোন চালু করে শুধু ছবিটা তুলে আমি পালিয়ে যায়। কেউ বিশ্বাস করতে চায় না যে এখানে বাঘ আছে। সবার বিশ্বাসের জন্যই আমি ঝুঁকি নিয়ে ছবিটি তুলেছি।

বাঘ দেখার খবরে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। ছড়িয়েছে আতঙ্কও। বেত বাগান এলাকায় ভিড় করছেন উৎসুক মানুষ।

গ্রামবাসী জানান, তারা অনেকেই বাঘের পায়ের ছাপ দেখেছে। আবার অনেকেই দাবি করেন, এলাকা থেকে ছাগল ধরে নিয়ে গিয়েছে বাঘ।

রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তিনি আরও বলেন, এটা দেখতে খানিকটা চিতা বাঘের মতো। আমি স্বচক্ষে এখনো দেখিনি।

এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য মাইকিং করেছে স্থানীয় প্রশাসন। উৎসুক মানুষকে বেত বাগান এলাকায় ভিড় না করার আহ্বান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।

তিনি বলেন, আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। সাথে এটাও বলেছি, তারা যেন বাঘটির কোনো ক্ষতি না করে। জীববৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

ঘটনার সত্যতা যাচাই করে সংরক্ষিত বনাঞ্চল সঠিকভাবে রক্ষণাবেক্ষণের তাগিদ দিয়েছেন বন গবেষকরা।

/এনএএস

Exit mobile version