Site icon Jamuna Television

জাপোরিঝিয়া বিষয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রস্তাবে আগ্রহী রাশিয়া ও ইউক্রেন

জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে দুর্ঘটনা এড়াতে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে রাশিয়া ও ইউক্রেন।সোমবার (১২ সেপ্টেম্বর) বিবৃতিতে একথা বলেন আন্তর্জাতিক আনবিক সংস্থা, আইএইএ প্রধান রাফায়েল গ্রসি।

আইএইএ প্রধান জানান, রুশ দখলকৃত পরমাণু কেন্দ্রটি ঘিরে একটি সুরক্ষা জোন তৈরির প্রস্তাব দিয়েছেন তারা। বিষয়টি নিয়ে আলোচনা চলছে দু’দেশের সাথেই।পরমাণু কেন্দ্রে গোলাবর্ষণসহ যে কোনো ধরণের সামরিক তৎপরতা চরম বিপজ্জনক বলে মন্তব্য করেন গ্রসি। জানান, ঝুঁকি এড়াতে IAEA’র দেয়া প্রস্তাবের খুঁটিনাটি খতিয়ে দেখছে মস্কো-কিয়েভ।
সট: রাফায়েল গ্রসি, প্রধান, আইএইএ

পরমাণু কেন্দ্রে যেকোনো সময় বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তারা সামরিক তৎপরতা না চালানোর বিষয়ে সম্মতি দিয়েছে। চুক্তির বিষয়ে তাদের আগ্রহ আছে বলে ধারণা করছি। দু’পক্ষই আমাদের কাছে অনেক বিষয়ে জানতে চাইছে।

Exit mobile version