Site icon Jamuna Television

রাজধানীজুড়ে বৃষ্টিপাত, সড়কে তীব্র যানজট

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানীজুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃষ্টির ফলে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর থেকে থেমে থেমে চলা বৃষ্টিতে বিপাকে পড়েছেন নগরবাসী। বৃষ্টিতে সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দে পানি জমে থাকার ফলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী সাধারণ মানুষ। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা বাসের মধ্যে থেকে অতিষ্ঠ অফিসগামীরা।

যানজটের তীব্রতায় এ সময় অনেককে দেখা গেছে বৃষ্টির মধ্যে হেটে অফিসে রওনা হতে। সাগরে এখনও নিম্নচাপ থাকায় দুই দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

/এমএন

Exit mobile version