Site icon Jamuna Television

বিদেশি পিস্তল ও গুলিসহ সংঘবদ্ধ গ্রিলকাটা চক্রের ৪ সদস্য গ্রেফতার

বিদেশি পিস্তল ও গুলিসহ সংঘবদ্ধ গ্রিলকাটা চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগ। কলাবাগান ও আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানায় পুলিশ। রমনা বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ বলেন, ডলফিন গলির চুরির সূত্র ধরে চক্রটির সন্ধান পায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা রাজধানীর বিভিন্ন এলাকায় সবজি বা ফল বিক্রেতা সেজে ফাঁকা বাসা টার্গেট করে রাতে গ্রিলকেটে চুরি করে। চক্রটির সাথে আরও কয়েকজন জড়িত আছে।

অস্ত্র কেনাবেচা, চুরি-দস্যুতাসহ বড় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে তারা অস্ত্র রাখতো বলে এ সময় জানান রমনা বিভাগের ডিসি। আরও জানান, এই অস্ত্রের উৎস এবং কোথায় ব্যবহার হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

/এমএন

Exit mobile version