Site icon Jamuna Television

হকার উচ্ছেদে গুলিস্থানে আজও অভিযান চালিয়েছে ডিএসসিসি

রাজধানীর গুলিস্তানে আজ মঙ্গলবারও (১৩ সেপ্টেম্বর) ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

পদ্মা সেতু ও মাওয়া এক্সপ্রেসওয়ের সুফল পেতে গুলিস্তান এলাকা রেড জোন ঘোষণার পর থেকে সেখানে কোনো হকার বসা নিষিদ্ধ করেছে ডিএসসিসি।

গত রোববার থেকে এ নিয়ে রোজ অভিযান চলছে। তবে অভিযোগ রয়েছে, সিটি করপোরেশনের কর্মকর্তারা অভিযান শেষ করে চলে গেলে রাস্তা-ফুটপাতে আবার হকাররা বসে। সেটা যাতে আর না বসতে পারে, তাই নিয়মিত অভিযান চলবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান।

এদিকে এই অভিযানের বিরুদ্ধে কিছুক্ষণ রাস্তা আটকে বিক্ষোভ করে হকাররা। তাদের দাবি, স্থায়ী পুনর্বাসন ছাড়া এই সিদ্ধান্ত তারা মানবেন না।

/এমএন

Exit mobile version