Site icon Jamuna Television

যারা জিতলেন ‘এমি অ্যাওয়ার্ডস-২০২২’

পুরষ্কার হাতে এবারের বিজয়ীরা।

অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ৭৪তম প্রাইমটাইম ‘এমি অ্যাওয়ার্ডস’। গত বছরের সেরা শো এবং পারফরম্যান্সগুলোকে সম্মানিত করার মাধ্যমে প্রদান করা হয়, বিশ্বের অন্যতম সম্মানসূচক এ পুরস্কার। এমি অ্যাওয়ার্ডস-২০২২ এর অনুষ্ঠানটি এবার সঞ্চালনা করেছেন জনপ্রিয় তারকা কেনান থম্পসন।

টিভি জগতের সবচেয়ে আলোচিত পুরস্কার ‘এমি অ্যাওয়ার্ড’। চলতি বছরের এমি আয়োজন করা হয়েছিল লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে। তারকাখচিত সেই সন্ধ্যায় হলিউড টিভির খ্যাতনামা অনুষ্ঠান ও তারকাদের হাতে তুলে দেয়া হয় বিশেষ সম্মান।

এ বছর এমির অভিষেক হয় অন্যভাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা পেয়েছেন এবারের পুরস্কার। নেটফ্লিক্সের শো ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্ক’-এ কণ্ঠ দিয়েছিলেন তিনি। এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদ অলংকৃত করা কোনো ব্যক্তিত্ব টিভিতে কাজ করে পেলেন এমি।

এবার, ১৪ জন অভিনেতাসহ মোট ২৫ টি মনোনয়ন নিয়ে এবার এমি অ্যাওয়ার্ডস নেতৃত্ব দিয়েছে টিভি সিরিজ ‘সাকসেশন’। বেশ কাছাকাছি ‘টেড ল্যাসো’ এবং ‘দ্য হোয়াইট লোটাস’ এর ছিল যথাক্রমে ২০টি মনোনয়ন, যেখানে ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ এবং ‘হ্যাকস’ পেয়েছে ১৭টি করে মনোনয়ন।

এমির ইতিহাস তৈরি করে বিশ্বের বহুল আলোচিত কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’ ১৪টি মনোনয়ন পেয়েছে। ‘অ্যাবট এলিমেন্টারি’ এর স্রষ্টা, লেখক এবং তারকা কুইন্টা ব্রুনসন প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে একই বছরে তিনটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

পুরষ্কার হাতে পেয়ে লেখিকা ও অভিনেত্রী কুইন্টা ব্রুনসন বলেন, চার বছর আগে কিছু মানুষ আমার ওপর বিশ্বাস রেখে বলেছিলেন যে, আমি পারবো। এ পুরস্কারের জন্য ধন্যবাদ দিতে চাই আমার পরিবার ও শিক্ষককে, যারা আমাকে এতো ভালো লিখতে শিখিয়েছেন।

এছাড়া বেস্ট ড্রামা হিসেবে পুরস্কার জিতেছে ‘সাকসেশন’। সেরা অভিনেত্রী ড্রামা থেকে পুরস্কার জিতেছেন জেন্ডায়া। জেন্ডায়া প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে দু’বার একটি ড্রামা সিরিজের জন্য ‘আউটস্ট্যান্ডিং প্রধান অভিনেত্রী’ হলেন।

লিমিটেড সিরিজ থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে অ্যামাণ্ডা সেফ্রেইড। ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন ‘স্কুইড গেম’এর লি জুং জে। সেরা কমেডি অভিনেতা জ্যাসন সুডেইকিস, লিমিটেড সিরিজ থেকে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন মাইকেল কিটন।

সেরা অভিনেতার পুরষ্কার জয়ী লি জুং জে বলেন, ধন্যবাদ আমার ডিরেক্টর হুয়াংকে। আমাদের চারপাশে ঘটা আসল সমস্যাগুলোকে তুলে ধরার জন্য, এতো ভালো চিত্রনাট্য আর দৃশ্যায়ন উপহার দেয়ার জন্য। সেই সাথে আমার ‘স্কুইড গেম’ টিমকেও ধন্যবাদ।

বেস্ট টিভি সিরিজের খেতাবও জিতে নিয়েছে ‘স্কুইড গেম’। বিদেশি ভাষার সিরিজ হিসেবে প্রথম পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছে টিম স্কুইড গেম।

এদিকে, সেরা সিরিজ পরিচালনার জন্য এমজে ডিলানে, সেরা কমেডি সিরিজ পরিচালনার জন্য হুয়াং ডং হিয়ুক ও সেরা লিমিটেড সিরিজ পরিচালনার জন্য মাইক হুয়াইট এবারের সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।

এছাড়াও, বিভিন্ন ক্যাটাগরি থেকে পুরষ্কার জয়ে নতুন রেকর্ড গড়েছে বেশ কয়েকটি ড্রামা সিরিজ ও মেধারী অভিনেতারা। করোনা মহামারির পর ওটিটি প্ল্যাটফর্ম সহলভ্য হওয়ায় হলিউড ইন্ডাস্ট্রির বাইরের টিভি সিরিজগুলোও দর্শক-সমালোচকদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। এ বছরের এমির আসরে তাই একের পর এক রেকর্ড গড়ায় অবাক হচ্ছেন না বোদ্ধারা।

/এসএইচ

Exit mobile version