নাটোরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২

|

গুলি ছোড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেন স্থানীয় থানার পুলিশ সদস্যরা।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ২ জন আহত হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাগশোষা গ্রামে এ ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোয়ারুজ্জান জানান, নাগশোষা গ্রামের জমির উদ্দিনের বাড়িতে বৃষ্টির কারণে পানি জমে যায়। পানি বের করার জন্য জমির উদ্দিন তার প্রতিবেশী ফজর সরদারের জমির ওপর দিয়ে নালা কাটতে যায়। এ সময় ফজর তাকে বাধা দিলে দুজনের তর্কাতর্কিতে দুই পক্ষের লোকজন এসে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে ফজরের ছেলে আজমত সরদার আহত হয়।

পরে জমির উদ্দিনের ছেলে সুমন পিস্তল বের করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় ফজরের আরেক ছেলে রজব সরদার।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply